অনলাইন ডেস্ক
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অসাধারণ এক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।
অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার নারী দলের উইকেটকিপার ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটের খুদে সংস্করণ টি-টোয়েন্টিতে উইকেটকিপার হিসেবে ধোনিকে পেছনে ফেলেছেন হিলি।
পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি এখন হিলির ঝুলিতে।
ক্যাচ ও স্টাম্পড মিলিয়ে টি-টোয়েন্টিতে ধোনির শিকার ৯১টি। যা ছিল সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুটি স্টাম্পড আউট করে ৯২তে পৌঁছে যান অ্যালিসা হিলি।
৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ রেকর্ড করেছেন হিলি।
ম্যান ইন ব্লুর জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ধোনি ক্যাচ ধরেছেন ৫৭টি ও স্টাম্পড আউট করেছেন ৩৪টি। আর হিলি উইকেটকিপার হিসেবে ৪২টি ক্যাচ ধরেছেন এবং ৫০টি স্টাম্পড আউট করেছেন।