নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ, হত্যা, দ্রব্যমূল্যের উর্দ্বেগতি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখা। আজ শুক্রবার (০৯ অক্টোবর) বাদ জুম্মা রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই বিক্ষোভ করে সংগঠনিটি। মিছিলে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী নগর শাখার সভাপতি শফিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ফয়সাল হোসেন মনি, তারিফ উদ্দীন, বোরহান উদ্দীন, মরসেদ আলম ছাত্র নেতা জহিরুল ইসলাম।
বিক্ষোভ মিছিল থেকে বক্তরা বলেন, দেশে আজ যে ভাবে অপরাধ বেড়েছে, এটা মেনা নেওয়া যায়না। অপরাধীরা ধরা ছোয়ার বাইরে। ধর্ষক, হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা থাকলে তারা অপরাধ করতে ভয় পেতো। আমরা চাই ধর্ষকদের মৃত্যুদÐ। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো মানুষ তার অধিকার, ইচ্চত আবরু নিয়ে বেঁচে থাকবে। বাক স্বাধীনতা ফিরে পাবে। অপরাধী যে হোক না কেন, সে শাস্তি পাবে। নারীর স্বাধীনতা বলকে কিছু নেই। দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী নারী, এর পরেও দেশের নারীরা আজ শঙ্কিত।
নারী নির্যাতন বেড়ে চলেছে। শাসক শ্রেণির হাতে নারী ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি অমানবিক নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দেশে কোথায় কোন নিরাপত্তা নেই। দেশটা যেন মৃত্যুর পুরীতে পরিণত হয়েছে। দেশের এ অবস্থা গতে উত্তরণের জন্য একন ন্যায়, নিষ্ঠা, আদর্শবান নেতার প্রয়োজন। যিনি আমাদের এ দূদিনে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবেন।