নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ দিবসে “প্রতিবাদী মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে। আজ আজ শনিবার বিকাল ৪টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী এর সহ-সভাপতি নারীনেত্রী কল্পনা রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর যুগ্ম সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, আবৃত্তি সমন্বয় পরিষদ এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শরীফ আহমেদ বিল্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী মহানগর এর নির্বাহী সভাপতি ড. সুজিত সরকার, মহিলা পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃ এফ এম এ জাহিদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী জেলা এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী এর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক নিতাই কুমার সরকার, বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী অধ্যাপক সলক হোসেন, খেলাঘর আসর রাজশাহী জেলা এর সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রঞ্জিত কুমার সাহা প্রমুখ।
সঞ্চালনা করেন মনিরুজ্জামান উজ্জ্বল।
বক্তারা দেশব্যাপী এই গণআন্দোলনকে সম্মান জানিয়ে সকল দাবী সমূহ মেনে নিয়ে ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করে শাস্তি নিশ্চিত এবং ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান।