নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দিনের মত দেশব্যাপি যৌন নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করা হয়। পরে বিক্ষোভ করে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন থেকে নোয়াখালী, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ধর্ষকদের কোনো বাবা নেই, মা নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করুক, আমাদের সন্তানেরা নিরাপদে বেড়ে উঠুক।