চারঘাটে মানববন্ধন
মিজানুর রহমান চারঘাট (রাজশাহী) হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলছি সামনে এই শ্লোগানকে সামনে রেখে বালাদেশ হ্রাম থিয়েটার এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পদ্মা বড়াল থিয়েটার চারঘাট শাখার আয়োজনে দেশব্যাপি নারী ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনেবক্তব্য রাখেন চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি এখলাছুর রহমান লাভলু, সাধারন সম্পাদক নজরুল ইষলাম বাদশা,চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজের
অধ্যক্ষ সাহাজ উদ্দ্নি,সরদহ সরকারী কলেজর অধ্যাপক মাজদার রহমান চারঘাটপৌর আ”লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক একরামুল হকসহপদ্মাবড়াল থিয়েটারের র্কমীবৃন্দ।