নিজস্ব প্রতিবেদক:
দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে কুমারপাড়ার রাজশাহী নগর আওয়ামী লীগের কার্যলয়ে এর আয়োজন করা হয়।
এসময় দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন দেশরত্ন শেখ হাসিনা হচ্ছে দেশের অমূল্য সম্পদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর আদর্শ ধরেই তার কন্যা দেশ উন্নয়নে এগিয়ে চলেছেন এ ছাড়াও বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে সম্মান দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
ডাবলু সরকার বলেন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তাদের স্বপ্নে গড়া বাংলাদেশ তরুণদের মাঝে একটি অগ্রযাত্রার ভূমিকা পালন করেছে সেটি সর্বদায় ধরে রাখতে হবে এছাড়াও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শাহীন আক্তার রেনি জানিয়েছেন নারী উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অগ্রযাত্রায় এগিয়ে চলেছেন আজ বাংলাদেশে নারী যে সম্মান পেয়েছেন তার অবদান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনাকে ধরা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আকতার রেণীসহ নগর ও ওয়ার্ড আওয়াম লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।