রাজশাহী নিউজ টুডে:
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূূচি পালন করেছে। আজ সকাল (১১.৩০টায় ) রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সভাপতি,রুয়েট ছাত্রলীগ মোঃনাঈম রহমান নিবিড় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক,রুয়েট ছাত্রলীগ, চৌধুরী মাহাফুজুর রহমান তপু। দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ৭৪টি ফলদি ও ওষধি গাছ লাগানো হয়।