শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে নাসার স্পেস স্টেশন, ছিদ্রপথে অবিরাম বায়ু নিঃসরণ

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

 

বড়সড় দুর্ঘটনার কবলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক স্পেস সেন্টার। যার জেরে গত কয়েকমাস ধরেই বেশ অনেক মহাকাশ গবেষণাই ধীর গতিতে চলছে বলে জানান মহাকাশ বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম এই লিকেজের ঘটনা নজরে আসে। তবে এর জেরে এখনই বড়সড় কোনও বিপদের ঝুঁকি নেই বলেও জানাচ্ছেন নাসার গবেষকেরা। খবর ওয়ান ইন্ডিয়ার।

তবে ছিদ্রপথে অবিরাম বাতাস নিঃসরণ হয়েই চলেছে বলে জানাচ্ছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট। শুক্রবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে একটি বিবৃতিও দিতে দেখা যায় তাকে। যদিও আদপেই স্পেস স্টেশনের কোন অংশে ওই ছিদ্র দেখা গেছে সেই বিষয়ে বিশদে কিছু বলতে পারেনি তিনি। তার কথায়, কোন অংশ থেকে বায়ু নিঃসরণের ঘটনা ঘটছে সেই বিষয়ে এখনও আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমাদের প্রযুক্তিবিদেরা বর্তমানে এর পিছনে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।

বর্তমানে স্পেস স্টেশনের প্রতিটি পৃথক মডিউলে বায়ুচাপ নিয়ন্ত্রণের জন্য মিশন নিয়ন্ত্রকদের সমস্ত স্টেশন হ্যাচগুলো বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও আগস্টে একবার এই ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালায় ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। তখনও লিকেজের রহস্য উদঘাটন সম্ভব হয়নি বলেই খবর। এরপর লিকেজের আসল কারণ চলতি সপ্তাহে ফের একবার এই পথে হাঁটতে দেখা যায় নাসার গবেষকদের। একইসাথে এই সময় স্টেশনের বেশ কয়েকটি উইন্ডো, সিল এবং ভালভেরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় বলে জানিয়েছেন নাসার মুখপাত্র ড্যানিয়েল হুট।

এই বিভাগের আরও খবর

জিমেইল, ডকসসহ গুগলের অন্যান্য অ্যাপেও আসছে এআই ফিচার

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। টেক জায়ান্টটির ডকস, শিট ও জিমেইলসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে ফিচারগুলো আসবে। এই ফিচারগুলোর

রেডিও’র জন্য এলো চ্যাটজিপিটি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন সম্প্রতি রেডিও’র জন্য চালু হয়েছে চ্যাটজিপিটি। চালু হতে না হতেই আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর লে অফের পরিকল্পনা নেওয়া শুরু করে

জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চে সাড়ে ৭ কোটি মানুষকে বঙ্গবন্ধু যে তর্জনীর ইশারা দিয়েছিলেন, সেই তর্জনীর

মিল্কিওয়েতে তারকা গঠন নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনআমাদের আবাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত সেটি হলো মিল্কিওয়ে। সেই মিল্কিওয়েতে তারকা গঠন নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বিজ্ঞানীদের আগের ভাবনার

খারাপ অবস্থা ল্যাপটপ ও মোবাইলফোন বাজারের

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দেশে ডলার সংকট, পণ্য আমদানিতে বাধা, ঋণপত্র খুলতে না পারা— ইত্যাদি কারণে দেশে যতগুলো খাত সরাসরি প্রভাবিত হয়েছে, তারমধ্যে তথ্যপ্রযুক্তি খাত অন্যতম।

২০০ কোটির মাইলফলক স্পর্শ, ফেসবুক ব্যবহার করে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক   বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। প্রতিদিনই বাড়ছে এর ব্যবহারকারীর সঙ্গে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০