দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ আলমগীর হোসেন। সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ তাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচনে বিজয় নিশ্চিত করে দুর্গাপুর পৌরসভা কে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও ডিজিটাল মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করবেন।
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে পৌরসভার আগামী নির্বাচনে ভাবনা ও নির্বাচনি পরবর্তী পরিকল্পনা নিয়ে মত বিনিময় যোগাযোগ শুরু করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ এই সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ আলমগীর হোসেন।
সেই সাথে দলীয় মনোনয়ন পেতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা সহ আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সম্মানিত সদস্যদের সাথে যোগাযোগ শুরু করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৃষিবিদ আলমগীর হোসেন।
তিনি বলেন, `আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রত্যাশায় দিনরাত মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৌরসভার নয়টি ওয়ার্ডের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা আমার পাশে আছে। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি দুর্গাপুর পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করবো বলে আশা করি। নির্বাচিত হলে আগামীতে দুর্গাপুর পৌরসভাকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর মুখ দেখাবো।
সকল ওয়ার্ডের পাড়া-মহল্লায় অবহেলিত যত রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, পয়নিস্কাশন এর জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করা, পুরো পৌরসভা জুড়ে সুপেয় পানি ব্যবহারের নিশ্চয়তা সহ স্বাস্থ্য ও উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে দুর্গাপুর পৌরসভাকে ডিজিটাল মডেল আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।’