দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহী দুর্গাপুর উপজেলায় রাস্তার উপরে অবৈধ পার্কিং ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। রবিবার ৫ অক্টোবর ইউএনও মহসীন মৃধার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুর্গাপুর উপজেলা মোড়ে অবৈধভাবে পার্কিং করা দায়ে দুইটি মোটরসাইকেল ও দোকানের সামনে রাস্তায় রাখা একটি মোটরসাইকেলকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নো পার্কিং বোর্ড টানানো হয়। অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করে, হকারদের উচ্ছেদ করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহাসীন মৃধা জানান,বর্তমানে দুর্গাপুরের মূল সড়কের নির্মাণ কাজ চলছে অবৈধ পার্কিং এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হলো।