দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুরে ব্রহ্মপুর আবাসন প্রকল্প পরিদর্শন ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।
দুর্গাপুর উপজেলায় গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে ব্রহ্মপুর আবাসন প্রকল্পে থাকা হতদরিদ্র পরিবারের উপার্জনকারী ব্যক্তিরা কাজে বের হতে না পারায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে পরিবার-পরিজনদের।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন সংবাদ আসলে নিজেই ছুটে চলে যান খাবার নিয়ে ওই সকল হতদরিদ্র পরিবারের কাছে।
৭ অক্টোবর বুধবার দুপুরে ব্রহ্মপুর আবাসন প্রকল্পের ১৭ টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,তৈল সহ শুকনা খাবার পৌঁছাই দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধা। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।