দুর্গাপুর প্রতিনিধি :
‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মদীনা খাতুন।
এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।