মারুফ হাসান
মানুষের জীবনের প্রতিটি সময়ই অত্যন্ত মূল্যবান। সময়ের সাথে তাল মিলিয়ে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বৃদ্ধ হতে হয়। তবে আমাদের সবারই একটা শৈশব থাকে।সেটা কখনো হয় রঙ্গি, কখনোবা স্মৃতির ভান্ডা। আমার শৈশবটাও ছিল রঙ্গি। বলা যায় দুরন্ত শৈশ।
মুষলধারে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, জাল দিয়ে পুকুর, ডোবায় মাছ ধরা ছিল তার মধ্যে অন্যতম। আজও মুষলধারে বৃষ্টি পড়েছ। কিন্তু আজ বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা আর হয় না। তবে সেই দুরন্ত শৈশবের কথা আজও মনে পড়ে। এখন নতুন কেউ সেই শৈশবের পুনরাবৃত্তি ঘটাচ্ছ। মাঝে মাঝে আমি ছুটে যাই সেই দুরন্ত শৈশব । সময়ের বয়ে চলার মতই চলছে জীবন। ইচ্ছে হলেই আর সেই শৈশবটা আর ফিরে পাওয়া সম্ভব না। এখন আর সেই রঙ্গিন সময় গুলো হাতে ধরা দেয়না। ব্যস্ততার অজুহাতে চলছে স্মৃতি ভুলে থাকার লড়াই ।
যান্ত্রিকতার কবলে হারিয়ে যাচ্ছে সেই দুরন্ত। শৈশব । তবে শৈশবের স্মৃতিগুলো কখনোই ভুলবার নয়। যখনই বৃষ্টি পড়ে, পাখি গান গায় তখনই মনে পড়ে শৈশবের কথা। সে সময় ছিল অবাধ স্বাধীনতা। ইচ্ছে হলেই ছুটে যেতাম গ্রামের একপাশ থেকে অন্যপাশে। অসম্ভব ভালো লাগার মুহূর্ত ছিলো সেসময়টা। তবুও আজও বলি ভালোবাসি তোমায় দুরন্ত শৈশব।