অনলাইন ডেস্ক
মাদক চক্রে নাম জড়ানোর অভিযোগে শুক্রবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে হাজির হন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। বি-টাউনের ওই অভিনেত্রীর পাশাপাশি করণ জোহরের প্রোডাকশনের পরিচালক ক্ষীতিশ রবি প্রসাদকেও এনসিবির দফতরে হাজির হতে দেখা যায়।
তবে এনসিবির দফতরে হাজির হওয়ার সময় মুখ ঢেকে ফেলেন ক্ষীতিশ প্রসাদ। সংবাদমাধ্যম থেকে তাকে একের পর এক প্রশ্ন করা হলেও, এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি করণ জোহরের সংস্থার পরিচালককে। ক্ষীতিশ প্রসাদের পর কি এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে করণ জোহরের ডাক পড়বে! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।
শুক্রবার সকালে ক্ষীতিশ প্রসাদের বাড়িতে তল্লাুশি চালায় এনসিবি। তল্লাশি চালিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়
তাকে।
এদিকে মাদক চক্রে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খানদের নাম জড়ানোর পর আরও বেশ কয়েকজন প্রথম সারির তারকা এনসিবির নজরে রয়েছেন। এই মুহূর্তে বি টাউনের প্রায় ৩৯ জনের নাম এনসিবির তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে তারা কারা, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
শুক্রবার মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।