অনলাইন ডেস্ক:
আজকের তারিখটা একটু অন্যরকম । আজ অক্টোবরের দশ তারিখ । মাস হিসাবে অক্টোবর বছরের দশম মাস । তাই লিখতে গেলে আজ ১০.১০.২০২০ লিখতে হয়।
এমন চমৎকার অংকের বিন্যাসে মুগ্ধ অনেকে। তাদের মধ্যে হালের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলিও আছেন।
তিনি এখন দেশে নেই । কোথায় আছেন,তা নিয়ে আছে ধোঁয়াশা। কবে ফিরবেন, কবে নতুন ছবিতে তাকে পাবে ভক্তরা, তা নিয়ে আছে অনেকের অনেক দীর্ঘশ্বাস।
তবে দূরে থেকেও ভক্তদের কাছেই থাকার আকুতি আছে বুবলিরও। তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের একটি নতুন ছবি দিয়েছেন । সুপ্রিয় পঠকদের জন্যে বুবলির আনকোরা নতুন ছবিটি দেওয়া হলো।