নিজস্ব প্রতিবেদক:
১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবেশ আলী চিশতি‘র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ১৫নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাতি তরিকুল আলম পিটার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স/অ