বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন, সেবা, সাহায্য সহযোগীতার মাধ্যমে সমাজে পূনর্বাসন, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানাবিধ কার্যক্রম কে সামনে রেখে পুঠিয়া তাহেরপুর রোডের তেবাড়িয়া-তাহেরপুর নামক স্থানে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংস্থার উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুর রহমান।
পল্লী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি মিরদাদ মুফতির সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন ও মাস্ক বিতরন করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ওয়াহেদুজ্জামান খান, সমাজ সেবা কর্মকর্তা সাহাবুদ্দিন, শফিকুর রহমান, শিল মাড়িয়া ইউপি সচিব আতিকুর রহমান, ইউপি সদস্য আবুল কাশেম, খোদাবক্স, সহকারী অধ্যাপক শহিদুজ্জামান মীর, তৌহিদুল ইসলাম জিন্নাহ প্রমূখ।