অনলাইন
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশনকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখতে পদ্ধতি বের করতে হবে। এখন সরকারের ইচ্ছেমতো জয়-পরাজয় নির্ধারিত হচ্ছে। এটাকে সঠিক নির্বাচনি ব্যবস্থা বলা যায় না। এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে আমাদের বিশ্বাস এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
বুধবার (২৪ মে) বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, এর বিপক্ষে আমরা আন্দোলন করেছি। ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া এর বাইরে একটি নির্বাচনি পদ্ধতি বের করতে হবে। সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে। তবে দেশের মানুষ এখন পরিবর্তন চায়।’
আওয়ামী লীগ ও বিএনপির নাম উল্লেখ করে তিনি বলেন, ‘এদের দুঃশাসন জনগণ দেখেছে, ফলে তাদের প্রতি জনগণের আস্থা নেই। আমরা এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন আছে। জোটে নির্বাচন করার বিষয়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংসদের বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ‘ডলারের ভয়াবহ সংকট দেশের রাজনীতিকে আরও ঘনীভূত করবে। ডলারের সংকট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর ফলে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। ডলার সংকট মোকাবিলায় ব্যর্থ হলে বড় মাশুল সরকারকে দিতে হবে।’
এর আগে ঢাকা থেকে প্লেনযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে পৌঁছান জি এম কাদের। সেখানে রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুল রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।