অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর তার সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
কোরিয়ান কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়ার প্রতি সহানুভূতি জানিয়েছেন কিম।
কিমের আন্তরিক প্রত্যাশা, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা নিশ্চিতভাবে করোনাকে জয় করবেন। তিনি তাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিওবার্তায় বলেন, আমি খুবই ভালো বোধ করছি। করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার তিনি প্রথমবারে মতো কোনো বার্তা দিলেন।
করোনা আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।
হোয়াইট হাউস বলছে, করোনা সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা।