অনলাইন ডেস্ক:
ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে নাম লেখালেও ক্রিকেটে একেবারেই পিছিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
তাই নিজ দেশের হয়ে প্রতিভা না দেখাতে পারলেও জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে চলেছেন সৌদির নাগরিক ফারাজ আকরাম।
আসন্ন পাকিস্তান সফরের ২০ সদস্যের স্কোয়াডে ফারাজকে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেসি)।
১৯৯৩ সালের ৩ অক্টোবর সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন ফারাজ। ক্রিকেটকে নেশা ও পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
২৭ বছর বয়সী এ সৌদি ক্রিকেটার পেস বোলিং করেন। ডান হাতে বল করলেও ব্যাট করেন বাঁ হাতে।
ক্রিকেটে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ২০১৭ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরু করেন ফারাজ। এখনও পর্যন্ত দেশটির ঘরোয়া ক্রিকেটে ১৫টি প্রথম শ্রেণি, ৯টি লিস্ট ‘এ’ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সব মিলিয়ে রান করেছেন ১৪৭ ও উইকেট নিয়েছেন ৩৭টি।
আর এমন পারফরম্যান্স দেখিয়েই জিম্বাবুয়ের জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
এবারের পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ম্যাচগুলো হবে লাহোর ও মুলতানে। সফরের প্রথম ম্যাচ হবে আগামী ৩০ অক্টোবর।
পাকিস্তান সফরে জিম্বাবুয়ে স্কোয়াড
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুমবা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং শন উইলিয়ামস।