রাজশাহী নিউজ টুডে:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বিকালে রাজশাহী হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধূলায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে খেলাধূলা ব্যাহত হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতির ফলে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
এ সময় জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র ।
টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। নাটোর, পাবনা, বগুড়া ও নওগাঁ জেলা দল, রাজশাহী পদ্মা যুব সংঘ, কিশোর ফুটবল একাডেমি, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, রাজশাহী ট্রেনিং সেন্টার দল। প্রথম দিন পদ্মা স্পোটিং ও বগুড়া দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া জেলা দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পদ্মা যুব সংঘ বৃষ্টিস্নাত প্রাণবন্ত খেলাটি পুরো সময় ধরে উপভোগ করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।
রাজশাহী কিশোর ফুটবল একাডেমীর আয়োজনে জাহানারা জামান মিনি স্টেডিয়ামেএ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার আটটি জেলা অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, সভাপতি রাজশাহী জেলা আওয়ামী যুবলীগ মোঃ আবু সালেহ, মোঃ নাহিদ আক্তার নাহান সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর এবং আরো উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় বগুড়া দল ও রাজশাহী পদ্মা যুব সংঘ অনুষ্ঠিত হয়।