রাজশাহী নিউজ টুডে:
বাংলাদেশের থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের ন্যায় রাজশাহীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী সিটি কর্পেোরেশনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন করেন রাজশাহী সিটি কর্পরেশেনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পক্ষকালব্যাপী (১ম রাউন্ড) পালিত হচ্ছে।। রাজশাহীতে জাতীয় ভটিামনি ‘এ’ প্লাস ক্যাম্পইেন আজ ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী আয়োজিত এই ক্যাম্পইেনে রাজশাহীর মোট দুই লক্ষ ৮৮ হাজার ২৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়ানো হবে।
এবার রাজশাহী সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সী ৮ হাজার ১শ ৫৫জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫হাজার ৩শ ২৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাস্পুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে। এ কর্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্র ২জন করে সর্বমোট ৭৬৮জন স্বাস্থ্যকর্মী নিযোজিত থাকবে।
উদ্বোধনকালে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি প্রমুখ উপস্থিত ছিলেন
ক্যাম্পইেন ১ম রাউন্ডে রাজশাহী জেলায় ১৭৫৪ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ২৮ হাজার ৭০৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৫৯ হাজার ৫৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন“ এ” ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কযক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে র্সবমোট ৪১৬২ জন স্বাস্থ্যর্কমী নিয়োজিত থাকবে।
যার মাঝে স্বাস্থ্য সহকারী ১৬৮ জন, সিএইচপি ২২৮ জন, পরবিার কল্যাণ সহকারী ২৭৮ জন, সচ্ছোসবেক ৩৪৮৮ জন।