শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জাতিসংঘে এক জোট হয়ে ইরানকে আক্রমণ ইসরায়েল ও আমিরাতের

নিউজটি শেয়ার করুন

রাজশাহী নিউজ টুডে ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে আবারও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তারা দুজনেই ইরানের বিরুদ্ধে এমন সব অভিযোগ উত্থাপন করেছেন যা কেবল রাজনৈতিক খেল-তামাশা ছাড়া আর কিছুই নয়।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণে কোন প্রমাণ ছাড়াই পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের উপর মালিকানা দাবি করেছেন। অথচ ঐতিহাসিক দলিল প্রমাণ অনুযায়ী ওই তিনটি দ্বীপের মালিক ইরান। তবে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন দাবি ওই তিনটি দ্বীপের উপর ইরানের মালিকানাকে কেড়ে নিতে পারবে না এবং আমিরাতের এ ধরনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে আমিরাতের তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টিতে আমিরাত অন্যতম সহযোগী দেশে পরিণত হলো। আমিরাত বছরের পর বছর ধরে ইয়েমেনের জনগণের উপর সৌদি গণহত্যায় সহযোগিতা করে আসছে আর এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তারা ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আশা-আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

বাস্তবতা হচ্ছে, পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টিতে ইসরায়েল মুখ্য ভূমিকা পালন করছে। ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এ অঞ্চলে সংকট সৃষ্টিতে ইসরায়েলের নীতিকে সমর্থন দেয়া হলো। সে কারণে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে মূলত তাদের ধ্বংসাত্মক নানা পদক্ষেপ ও আচরন থেকে এ অঞ্চলের জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলে পর্যবেক্ষকরা মনে। রাজতন্ত্র শাসিত এ অঞ্চলের কয়েকটি আরব দেশের আচরণ খুবই সন্দেহজনক। অন্যদিকে ফিলিস্তিনি শিশু হত্যা ও গণহত্যায় জড়িত থাকার কারণে আন্তর্জাতিক সমাজের উচিত ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া। আর এ থেকে আন্তর্জাতিক সমাজের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই ইসরায়েল ও আমিরাত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আরোপ করেছে।

 

এদিকে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘে দেয়া ভাষণে দাবি করেছেন, ইরান পরমাণু বোমা অর্জনের চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যা অভিযোগ তুলে ইরানকে এ অঞ্চলসহ সারা বিশ্বের জন্য হুমকি বলে প্রচার চালাচ্ছেন‌। অথচ ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের গুদাম গড়ে তুলেছে যা কিনা সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি।

পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল ও আমিরাত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এ অঞ্চলের বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না। কারণ ইসরায়েল হচ্ছে পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টির মূল উৎস। আর এর সাথে যুক্ত হয়েছে আমিরাত ও বাহরা‌ইনের মত সরকারগুলো। আর পর্দার আড়ালে থেকে তাদেরকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। সূত্র : পার্সটুডে।

এই বিভাগের আরও খবর

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। অব্যাহতভাবে দেশ এগিয়ে যাচ্ছে,

মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার। বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.

দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন একটি যুদ্ধ-বিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ

আইওসিইন্ডিও সভাপতি পদে পুনর্নির্বাচিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন আইওসি রিজিওনাল কমিটি ফর দি সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেন (আইওসিইন্ডিও)-এর সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমান সভাপতি হিসেবে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে

নির্বাচনের প্রস্তুতি নিতে সিইসির নির্দেশ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে আগেভাগে প্রস্তুতি নিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি নির্বাচনের সব

স্বল্পোন্নত থেকে টেকসইয়ে উত্তরণে বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন স্বল্পোন্নত থেকে মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রধানমন্ত্রীর দফতরের মুখ্য সচিব মো. তোফাজ্জেল