রাজশাহী প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন মসজিদের রওজাতুন আলেহীন হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করা হয়। সোমবার বিকেলে রওজাতুন আলেমী হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন তিনি তরুণদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমাজের সকল স্তরের মানুষকে একই কাতারে দাঁড় করিয়েছে উন্নয়নের সে উন্নয়নের সবাই এখন দেখতে পাচ্ছে। আরও দীর্ঘদিন বেঁচে থাকুক তিনি। এই দোয়াই করছি।
খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলে অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। #