অনলাইন ডেস্ক :
সরকারি রাস্তা কেটে বিভিন্ন সেবা সংস্থার সরবরাহ লাইন মেরামত বা বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য বাড়ির মালিকদের ‘রোড কাটিং ফি’ দিতে হয়। কিন্তু জনগণের কাছ থেকে এ বাবদ আদায়কৃত টাকা জমা হয়নি সরকারি কোষাগারে।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস এ খাতে আদায়কৃত ৬৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তি দেয়।
সংসদীয় কমিটি এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি সংসদীয় সাব-কমিটি গঠন করে দিয়েছে।
পাশাপাশি এ বাবদ আদায়কৃত টাকা অতিদ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠকে এসব তথ্য পর্যালোচনা শেষে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান, মো. জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন