মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘ছেলেকে সিনেমার নায়ক হিসেবেই দেখার ইচ্ছে’

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক

আলীরাজ। বরেণ্য অভিনেতা। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিন যুগ পর বাংলাদেশ টেলিভিশনের ‘পিছুটান’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। জাহিদ হাসান পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

টিভিতে আপনাকে খুব একটা পাওয়া যায় না। ‘পিছুটান’ ধারাবাহিকে আগ্রহী হলেন কেন?

এখন মনের মতো গল্প পাই না বলেই টিভি নাটকে আমার সেভাবে দেখা মেলে না। নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসানের কাছ থেকে যখন ‘পিছুটান’ নাটকের গল্পটি শুনলাম, তখনই মনে হয়েছে, কাজটি করা যেতে পারে। পাশাপাশি এই নাটকের নির্মাতা, চিত্রগ্রাহক থেকে শুরু করে সবাই আমার খুব কাছের মানুষ। তাছাড়া বিটিভির প্রতি আমার দূবর্লতা সব সময় ছিল। কারণ বিটিভির নাটকে অভিনয়ের মধ্য দিয়েই আমার অভিনয় শুরু হয়েছিল। সেই সময় আমার নাম ছিল ডব্লিউ আনোয়ার। চলচ্চিত্রে এসে আমার নাম হয় আলীরাজ।

‘পিছুটান’ নাটকে কাজের অভিজ্ঞতা …

একটি গোছানো পরিবেশে কাজ সবারই ভালো লাগে। এই নাটকের পরিচালক জাহিদ হাসান যেমন মজার মানুষ, ঠিক তেমনি তার পুরো ইউনিটটি গোছাল। সঙ্গত কারণে কাজটি করে ভালো লেগেছে। আর প্রায় ৩৬ বছর পর বিটিভির নাটকে অভিনয় করছি। কাজটি করতে গিয়ে বারবারই মনে হয়েছে নিজের ঘরে ফিরেছি। বিটিভির ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল বারবার।

আলীরাজ ও তার ছেলে শরণরাজ

 

আপনি নায়ক চরিত্রে অভিনয় থেকে সরে এসে এক সময় হুট করে সব ধরনের চরিত্রে অভিনয় শুরু করেছেন। এর কারণ কী?

যখন নায়ক হিসেবে অভিনয় করতাম তখন একটা বৃত্তের মধ্যেই আবদ্ধ ছিলাম। কিন্তু এতে সমাজের সব চরিত্রের সঙ্গে আমার পরিচয় হতো না। কিন্তু যখন সেই বৃত্ত থেকে রেরিয়ে এলাম, তখন সব ধরনের চরিত্রের সঙ্গে প্রতিনিয়ত পরিচয় হচ্ছে। আমি মনে করি, একজন অভিনেতার সব চরিত্রে অভিনয় করা প্রয়োজন।

আপনার ছেলে শরণ রাজও অভিনয়ে এসেছে। সেটা কি আপনার উৎসাহে?

আমার ইচ্ছা ছেলেকে সিনেমার নায়ক হিসেবে দেখার। আর আমার ইচ্ছার কারণেই ও অভিনয় শুরু করেছে। আমি চাই শরণ নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করুক। টিভি নাটকে অভিনয় করে নিজেকে তৈরি করে তার পর সিনেমায় অভিনয় করবে।

চলচ্চিত্রের এই সময়কে কীভাবে দেখছেন?

কয়েক বছর ধরে এমনিতেই চলচ্চিত্রের অবস্থা খারাপ যাচ্ছিল। এরপর করোনা আরও বিপাকে ফেলেছে। চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের দুর্দিন যাচ্ছে। এ রকম অবস্থার মধ্যে সরকার চলচ্চিত্র শিল্প নিয়ে নতুন করে ভাবছে। অর্থও বরাদ্দ করেছে। আমি মনে করি, সেই অর্থ যথাযথ ব্যবহার হলে আবারও ঘুরে দাঁড়াবে চলচ্চিত্র শিল্প। একটু অপেক্ষা করে চলচ্চিত্রের সুদিনের জন্য আমরা আশার জাল বুনতেই পারি।

এই বিভাগের আরও খবর

খোঁচা দিলেন মেহজাবীন, নাকি সতর্কবার্তা!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন ‘এক্সপোজ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়া সরগরম। ছোঁয়াচে অসুখের মতো এর আঁচ লেগেছে শোবিজেও। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মে মধ্যরাতে

নতুন গাড়িতে কিয়ারা, ব্যাগের বোঝা সিদ্ধার্থের কাঁধে!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন মুম্বাই ইন্ডাস্ট্রির নয়া সেনসেশন কিয়ারা আদভানি। গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় জিতে নিয়েছেন দর্শকের মন, পোক্ত করেছেন পায়ের তলার মাটি। এর সুবাদে এসেছে

মুসলিম বিদ্বেষ আজকাল ফ্যাশন হয়ে গেছে: নাসিরুদ্দিন শাহ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনসিনেমার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ হয় বলিউড। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিংবা কিছু দিন আগের ‘দ্য

‘নিন্দুকদের এত পাত্তা দেওয়ার কিছু নেই’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনতারকাদের সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত বিদ্রূপের শিকার হতে হয়। তবে এসব বিদ্রূপ-সমালোচনাকে মোটেও পাত্তা দেন না বলিউডের গ্ল্যামার কন্যা নোরা ফাতেহি। তার মতে, নিন্দুকদের এত

হলিউড থেকে এলো বিয়ের প্রস্তাব!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন ‘ব্যাচেলর’ ব্যাপারটাকে জীবনের কেবল একটি অধ্যায় নয়, আস্ত জীবন বানিয়ে নিয়েছেন সালমান খান। ৫৭ বছর বয়সে এসেও বাঁধা পড়েননি কারও আঁচলে। একাধিক

এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই: মিথিলা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন ভালোবেসে কাঁটাতার ভেদ করেছেন তারা। সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় পরিয়েছেন মালা। বেঁধেছেন সংসার। কিন্তু গুঞ্জন উঠলো, সাড়ে তিন বছরের সেই সংসারে নাকি

%d bloggers like this: