অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব ওই এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে। সে রেলস্টেশন এলাকায় একটি সিলভার কারখানায় কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত কিশোরদের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নাসিমা বেগম বলেন, ‘খবর পেয়ে রেলস্টেশন এলাকায় শুভর দোকানের সামনে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে পড়ে আছে। এ সময় আমি ও বড় ছেলে রাকিব তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।