চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজার এলাকায় পিয়াংকা জুয়েলার্স নামের স্বর্ণের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে এ চুরির ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন বলে দাবি করেছেন দোকান মালিক প্রসেনজিত কর্মকার। ওই দোকানে থাকা প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ৭০ ভরি রুপার অলংকার ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি গেছে বলে দাবি করেন তিনি। দোকান মালিক বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১২ টার দিকে তিনি দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। এরপর সকালে দোকান খুলে দেখেন দোকানের কোনও স্বর্ণালংকার নেই এবং পেছন পাশের উপরের টিন কাটা। কেউ পূর্ব পরিকল্পনা করেই চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরির বিষয়ে জানতে চাইলে নন্দনগাছী বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, বাজারে ৯ জন নাইট গার্ড থাকার পরও স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর আগেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে, কিন্তু জড়িতরা শনাক্ত হয়নি। তারা বাজার কমিটির পক্ষ থেকে এরকম চুরি বন্ধে প্রশাসনের জোর তৎপরতা কামনা করেছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, দোকানের পেছনের দিকের উপরের টিন কেটে চুরি হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও বিষয়টি জোর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোজাম্মেল হক চারঘাট, রাজশাহী ৩ আগষ্ট ২০২২ ইং