চারঘাট প্রতিনিধিঃ
চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। মৃতঃ ঐ শিশু চারঘাট উপজেলা সদরের
চারঘাট মিস্ত্রী পাড়া এলাকার জীবন সুত্রধরের ছেলে জয় সুত্রধর (১০)। এলাকাবাসি ও মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে সোমবার দুপুরের দিকে শিশু জয় বাড়ির পাশে খেলাধুলা করছিল কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়।দুপুর প্রায় ১ টার দিকে শিশু জয়ের মৃত দেহ ভেসে উঠলে সাথে সাথে তাকে চারঘাট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।মৃত শিশু জয় ৫মশ্রেনীর ছাত্র বলে তার পাবিারিক সুত্রে জানা গেছে।বিকেলে মৃতের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গেছে।