মিজানুর রহমান ,চারঘাট ঃ
রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। নিহত ঐ ভ্যান চালক চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে (ভ্যান চালক ) সাজদার রহমান (৪৫)।পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায় জানায় বুধবার সন্ধ্যার দিকে সাজদার রহমান বাড়ি থকে ◌েবরে হয়ে পাশর্বতী গোবিন্দপুর হাটে বাজার করার কথা বলে বের হয়ে গিয়ে আর ফিরে অসেনি।বৃহস্পতিবার সকালে এলাকাবাসি ইউসুফপুর কলেজের উত্তরে একটি আমবাগানের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে নিহত
সাজদারের পিতা মাতা ছুটে যায়। এবং তারা সনাক্ত করে যে সাজদারের লাশ। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু সঙ্গীয় র্ফোসসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে লামটি ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরন করে ।নিহত সাজদারের স্ত্রী এক সন্তানের জননী নাজমা বেগম (৩২) জানায় তার স্বামী একজন ভ্যান চালক তার কোন শত্রু নেই বলেও সে জানায়।
এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন নিহতের কানের পাশে একটি
আঘাতের চিহ্ন রয়েছে । এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হতে পারে । তবে
ময়না তদন্দ রির্পোটের পর বিস্তরিত জানা যাবে। এ ব্যাপারে নিহতের ছেলে রাজু বাদি হয়ে একটি মামলা করেছে।