চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিশ লাইনের তার হটাতে গিয়ে বৈদ্যুতায়িত হয়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আশরাফুল ইসলাম হচ্ছেন- নাচোল উপজেলার আমজোয়ান গ্রামের সামশুদ্দীনের ছেলে।
রবিবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির পাশে দিয়ে যাওয়া ডিশ লাইনের তার ছিড়ে পড়েছিল।
নাচোল থানার এসআই সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলছে।