শাকিল রেজা, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতের তারে জড়িয়ে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত ৪ শ্রমিকের মধ্যে ৩ শ্রমিক নাচোল হাসপাতালে ভর্তি রয়েছে। এরা হলেন, নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামে মৃত মোশারফ হোসেনের ছেলে আসাদুল ইসলাম টিপু (৪৩), আলা বক্স এর ছেলে আলমগীর (৪০), তসিকুল ইসলাম চেরুর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) ও সেরাজুল ইসলাম এর ছেলে আবু (৩৫)।
শ্রমিক লিডার আসাদুল ইসলাম টিপু জানান, সকলেই আজ সকাল থেকে নাচোল পৌর এলাকার পেট্রোল পাম্প এর দক্ষিনে মেসার্স চৌধুরী ট্রেডার্স-এ টিনের চালে ছাউনির কাজ করছিলো। হটাৎ বিদ্যুতে জড়িয়ে পড়ে ৪ জন। পরে তাদেরকে নাচোল হাসপাতালে ভর্তি করা হয়