রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ নিজেও বিষ পান করেছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভোরে দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. সুমন (৩৮)। তিনি দামপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম সাবিনা বেগম (৩০)। সুমন মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করেন। তাঁদের পাঁচ বছরের এক মেয়ে ও আট মাস বয়সী এক ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনার সঙ্গে সুমনের পারিবারিক কলহ চলছিল। কয়েক দিন আগে সুমনের এক ভগ্নিপতিকে লক্ষ্য করে বঁটি ছুড়ে মারেন সাবিনা। আজ ভোরে সুমন ঘরে ঘুমিয়ে ছিলেন। সাবিনা ঘুম থেকে উঠে বঁটি নিয়ে সুমনের ওপর চড়াও হন। দায়ের আঘাতে সুমনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশপাশের লোকজন গিয়ে সাবিনাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সকাল পৌনে নয়টার দিকে পুলিশ গিয়ে সাবিনাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, সুমনকে কোপানোর পর সাবিনা ঘরে থাকা ঘাসনিধনের বিষ পান করেন। তাঁকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুমনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বলেন, কোপানোর ঘটনায় সাবিনাকে আসামি করে থানায় মামলা করেছেন সুমনের ভাই।