অনলাইন ডেস্ক:
গোটা জাতি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে বক্তিতায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, প্রধানমন্ত্রী আপনাকে স্যালুট করি। গোটা জাতি আজ আপনাকে স্যালুট করে।
বিশ্বেও আজ আপনি প্রশংসিত। আপনি দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।
কাদের আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ করে অপমানের প্রতিশোধ নিয়েছি। বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করেননি। নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। দেশে বিদেশের সব ষড়যন্ত্র অতিক্রম করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবারসহ গোটা জাতিকে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে অপবাদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সে সময় আমাদের অনেক মন্ত্রী ও সচিবকেও অপমান করা হয়েছিল। আজ আমরা সেই অপমানের প্রতিশোধ নিয়েছি।