বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গবেষণায় অনন্য হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

নদী নিয়ে নেই প্রয়োজনীয় গবেষণা, নেই সঠিক তথ্য-উপাত্ত। ফলে নেওয়া যায় না সমন্বিত ও পরিকল্পিত পরিকল্পনা। এ অবস্থায় হালদা নদীকে কেন্দ্র করে   পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিতে দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হলো একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি।

উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ১৮টি মৃত ডলফিন ভেসে ওঠে। এ নিয়ে দেশজুড়ে দারুণ তোলপাড় শুরু হয়। অসন্তোষ প্রকাশ করে   প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির মাধ্যমে হালদা নদীতে বিপন্ন প্রাণী ডলফিন মৃত্যুর কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি হালদা ল্যাবের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো মিঠাপানির ডলফিনের পোস্ট মরটেম প্রক্রিয়া সম্পন্ন করে মন্ত্রণালয়কে বিস্তারিত প্রতিবেদন ও সুপারিশমালা পেশ করে। প্রতিবেদনে বলা হয় ‘ইঞ্জিনচালিত বোটের আঘাতে ডলফিনগুলোর মৃত্যু হয়’। এরপর ২০১৭ সালের ২০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দুটি কক্ষ নিয়ে যাত্রা করে চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হলো নদী ভিত্তিক গবেষণা কেন্দ্র। যার মাধ্যমে নদী, পানি, মাছ, প্রকৃতি ও পরিবেশ নিয়ে গবেষণা করে। একই সঙ্গে ল্যাবে চলছে একাডেমিক গবেষণাও। ল্যাবটি তদারকির দায়িত্বে আছেন চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। ল্যাব প্রতিষ্ঠার প্রেক্ষাপট দেশের নদ-নদীর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। অস্বাভাবিক হারে কমছে পানির প্রবাহ। ফলে নদীগুলোতে জেগেছে অসংখ্য চর। মারাত্মক বিপর্যয়ের মুখে নৌ চলাচল, পরিবেশ ও জীববৈচিত্র্য। অথচ পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র সংরক্ষণ এবং প্রকৃতির সার্বিক উন্নয়নে নদীগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। কিন্তু নদী নিয়ে নেই প্রয়োজনীয় গবেষণা, নেই সঠিক তথ্য-উপাত্ত। ফলে নেওয়া যায় না সমন্বিত ও পরিকল্পিত পরিকল্পনা। এমতাবস্থায় হালদা নদীকে কেন্দ্র করে পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিতে দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হলো একক নদী ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি।  হালদা ল্যাবে গবেষণা   ২০১৭ সালের ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ নৌবাহিনী ও ইসাবেলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ছয় দিনের ‘এক্সপেডিশন সোয়াচ অব নো গ্রাউন্ড’ শীর্ষক কর্মসূচিতে অংশ গ্রহণ করে সংগ্রহকৃত মাছ ও অন্যান্য জলজ সামুদ্রিক নমুনা শনাক্ত করা হয়। পরে ‘রিপোর্ট অন ফিশারিজ রিসোর্সেস অব ‘সং’ এক্সপেডিশন’ শিরোনামে একটি রিপোর্ট পেশ করা হয়। তাছাড়া আশির দশকে হালদা নদীতে নির্মিত স্লুইসগেটগুলোর যথার্থতা যাচাই ও  সুপারিশমালা প্রণয়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদফতর এবং মৎস্য অধিদফতরের যৌথ কমিটির মাঠ পর্যায়ের বিশ্লেষণ, প্রতিবেদন প্রকাশ ও  সুপারিশমালা প্রণয়ন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হালদা ল্যাব যৌথভাবে হালদা নদীর বর্তমানের সবচেয়ে বড় পপুলেশন কাতলা ব্রুড মাছের ডিএনএ বার কোডিং সম্পন্ন করে। হালদা গবেষণার ইতিহাসে এটি একটি যুগান্তকারী কাজ বলে মনে করছেন গবেষকরা। ‘লাইভহুড স্টাটাস অব অ্যাগ কালেক্টরস অ্যান্ড অ্যাগ কালেক্টশন ইন দ্য হালদা রিভার’ শীর্ষক জরিপ পরিচালনা এবং রিপোর্ট পেশ করা হয়। ‘সুসাই ইকোনমিক স্টাটাস অব টোব্যাকো ফার্মাস ইন দ্য আপস্ট্রিম অব হালদা রিভার’ শীর্ষক জরিপ পরিচালনা এবং রিপোর্ট পেশ, ‘অ্যাসেসমেন্ট অব বেনথিক পপুলেশন অব হালদা রিভার’ শীর্ষক গবেষণা প্রতিবেদন পেশ, মৎস্য অধিদফতর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি যৌথভাবে পদ্ধতি নির্ধারণ করে ঐকমত্যের ভিত্তিতে হালদা নদী থেকে ডিম সংগ্রহের পদ্ধতি উদ্ভাবন এবং এ পদ্ধতি অনুসরণে সফলতা অর্জন করে।

এই বিভাগের আরও খবর

রেডিও’র জন্য এলো চ্যাটজিপিটি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন সম্প্রতি রেডিও’র জন্য চালু হয়েছে চ্যাটজিপিটি। চালু হতে না হতেই আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর লে অফের পরিকল্পনা নেওয়া শুরু করে

জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চে সাড়ে ৭ কোটি মানুষকে বঙ্গবন্ধু যে তর্জনীর ইশারা দিয়েছিলেন, সেই তর্জনীর

মিল্কিওয়েতে তারকা গঠন নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনআমাদের আবাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত সেটি হলো মিল্কিওয়ে। সেই মিল্কিওয়েতে তারকা গঠন নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বিজ্ঞানীদের আগের ভাবনার

খারাপ অবস্থা ল্যাপটপ ও মোবাইলফোন বাজারের

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দেশে ডলার সংকট, পণ্য আমদানিতে বাধা, ঋণপত্র খুলতে না পারা— ইত্যাদি কারণে দেশে যতগুলো খাত সরাসরি প্রভাবিত হয়েছে, তারমধ্যে তথ্যপ্রযুক্তি খাত অন্যতম।

২০০ কোটির মাইলফলক স্পর্শ, ফেসবুক ব্যবহার করে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক   বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। প্রতিদিনই বাড়ছে এর ব্যবহারকারীর সঙ্গে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০

স্মার্টফোনে ভালো ছবি তুলবেন কীভাবে?

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন    বর্তমান সময়ে স্মার্টফোন সঙ্গে থাকলে ছবি তোলার জন্য এখন আলাদা করে ক্যামেরা প্রয়োজন পড়ে না। তবে ফোনের ক্যামেরা যত ভালোই হোক