মাসের মাঝামাঝি যেতে না যেতেই টান পড়ে যাচ্ছে বেতনের টাকায়? অথচ মাসের খরচের পর কিছু অংশ সঞ্চয় করাও জরুরি। আয় ও ব্যয়ের হিসাব গুছিয়ে করতে চাইলে কিছু বিষয় মনে রাখতে হবে।
১। যখন যা দরকার সেটা না কিনে মাসের বাজার শুরুতেই একবারে করে ফেলুন। এতে বেশ কিছুটা সাশ্রয় করা সম্ভব। অল্প পরিমাণে কিনলে দামাদামির সুযোগ কম থাকে। বেশি পরিমাণে কিনলে অনেক সময় ছাড় পাওয়া যায়। বেশি কেনার ক্ষেত্রে সুপার শপগুলোতে বেশ কিছু অফার থাকে, নিতে পারেন সেগুলোও।
২। পোশাক কেনা নিয়ে বিলাসিতা থাকে আমাদের অনেকেরই। প্রয়োজনের চাইতে বেশি পোশাক কিনে ওয়ারড্রব ভর্তি না করে যেগুলো আছে সেগুলোই ব্যবহার করুন ঠিকঠাক। পোশাক একান্তই দরকার হলে কোন মাসে কিনবেন, কতো বাজেটের মধ্যে কিনবেন সেটা ঠিক করে তবেই কিনুন।
৩। রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস থাকলে লাগান টেনে ধরুন দ্রুত। ঘরে তৈরি খাবার খান। স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি বাঁচবে টাকা।
৪। অনলাইন শপিং করতে গিয়ে লাগামছাড়া খরচ হয়ে যায় অনেক সময়। দেখা যায় যেটা প্রয়োজন নেই, সেটাও কিনতে ইচ্ছে করে। ফলশ্রুতিতে খরচ হয়ে যায় অতিরিক্ত টাকা। এক্ষেত্রে কোনও কিছু পছন্দ হলে সঙ্গে সঙ্গে না কিনে সেটা কার্টে যোগ করে রাখুন। সপ্তাহখানেক পর যদি মনে হয় সেটা কেনা আসলেই জরুরি, তবেই কিনুন।
৫। যেসব ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপস ব্যবহৃত হয় না, সেগুলোর সাবস্ক্রিপশন বাতিল করে দিন।
৬। ব্র্যান্ডপ্রীতি বাদ দিয়ে দিন। পোশাক হোক কিংবা গ্রোসারি আইটেম, ব্র্যান্ড ছাড়া কেনার চেষ্টা করুন।
৭। ক্যাশ সঙ্গে রাখুন। ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন না।