নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আটালান্টা ইউনাইটেডের সাবেক বস ফ্রাঙ্ক ডি বোয়ার। রোনাল্ড কোম্যান জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ায় পদটি শূন্য হয়ে পড়েছিল। ২০১৮ সালে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হবার পর নেদারল্যান্ডের দায়িত্ব পেয়েছিলেন কোম্যান। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ড কোম্যানের অধীনে নিজেদের দারুনভাবে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসে।
