নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা করেছেন, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
কেশরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাকশৈল মহল্লায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, পৌর এলাকার হাট-ঘাটের উন্নয়ন হয়েছে। একসময় যেসব রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতো না। সেই রাস্তাগুলো দিয়ে মানুষ স্বাচ্ছন্দে চলাচল করে। বিভিন্ন রাস্তা সংস্কার ও নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লেগেছে।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে পৌর মেয়র সকলের খুব কাছে ছিলেন। বিভিন্ন ত্রাণ সহায়তাও তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এতে করে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষগুলো বাড়িতে বসেই ত্রাণ সহায়তা পেছেন। দুর্যোগময় সময়ে আপনাদের পাশে ছিলাম। আগামী নির্বাচনে আমি আপনাদের আমার পাশে চাই।