নিজস্ব প্রতিবেদকঃ
কেশরহাটে হাবিবুর রহমান মুসলিম নিকাহ রেজিষ্টার অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কেশরহাটের কাজি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।
প্রভাষক শরিফুল ইসলামের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কাজি ফজলুর রহমান, কেশরহাট বাজার মসজিদের মুয়াজ্জিন কা্বরী সিদ্দিকুর রহমান, কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টাইগার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দানেচ আলী গাইন, নারী কাউন্সিলর জোসনা খাতুন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোন্দকার জাহাঙ্গীর আলম, চিকিৎসক আবদুর রহমান মঞ্জু, রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল গফুর প্রমূখ।