অনলাইন ডেস্ক:
গেল বছর আচমকাই ডিভোর্সের ঘোষণা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবেই ধরা হত তাদের। কেন হঠাৎ বিচ্ছেদ? বুঝে উঠতে পারেননি কেউই।
তবে বিচ্ছেদের পরেও প্রায়ই আমিরের পাশেই দেখা গিয়েছে কিরণকে।
খাতায়-কলমে স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের ডোর কিন্তু মজবুত। আজও আমিরের পরিবার কিরণ!
প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে এবার কফি উইথ করণের মঞ্চে মুখ খুললেন আমির খান।
লাল সিং চড্ডা কো-স্টার কারিনা কাপুর খানের সঙ্গে করণের শো-তে হাজির ছিলেন আমির। একান্ত আলাপচারিতার ফাঁকে আমির বলেন, তাদের সম্পর্কের মাঝে এক মুহূর্তের জন্য ‘তিক্ততা’ আসেনি।
তার কথায়, ‘আমার মনে আমার দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকব’।
কিরণ রাও-এর আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতে ছিলেন আমির। তাদের দুই সন্তান-ইরা ও জুনায়েদ।
অন্যদিকে আমির-কিরণের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ।