রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
লকডাউন উঠে যাওয়ার পর এবার প্রথম শ্যুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা। সম্প্রতি সেই শ্যুটিংও শুরু করেন অভিনেত্রী। এবার শ্যুটিংয়ের মাঝে নতুন ছবি শেয়ার করলেন কঙ্গনা। যেখানে অভিনেত্রীর মাকে রুটি তৈরি করতে দেখা যায়। কঙ্গনার মানালির বাড়িতে কাঠের উনুনে রুটি তৈরি করতে দেখা যায় অভিনেত্রীর মা-কে।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন কঙ্গনা। পাশাপাশি লেখেন, রুটির প্রকৃত স্বাদ তৈরির জন্য তাঁর মা পৃথকভাবে উনুন তৈরি করেছেন। কাঠের সেই উনুনেই কঙ্গনার মা রুটি তৈরি করছেন বলে জানান অভিনেত্রী।
সম্প্রতি বিএমসির সঙ্গে চরম বিবাদ শুরু হয় কঙ্গনা রানাউতের। কঙ্গনার পালি হিলের অফিসের বেশ কিছুটা অংশ বেআইনি বলেই তা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করা হয় বিএমসির তরফে। এরপরই বম্বে হাই কোর্টের দ্বারস্ত হন অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রী আরও জানান, পালি হিলের ওই অফিস তৈরির জন্য এনসিপি নেতা শরদ পাওয়ারের কাছে থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তাই ওই ফ্ল্যাটের কোনও অংশ বেআইনি হলে, তার জবাব শরদ পাওয়ারকেই দিতে হবে।