অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় তাঁর। আজ সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে। সূত্র: আনন্দবাজার পত্রিকা