নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশব্যাপি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষণ, ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার (০৪ অক্টোবর) বিকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রনোদনার অর্থ বিতরণ করা হয়েছে।
১০ জনের মাঝে ৭০০০ হাজার করে টাকারে মোট ৭০০০০, টাকা প্রদান করা হয়।
প্রনোদনার অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ূন কবীর। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, মাহমুদ জামাল,
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম রোজী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।