বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এমসি কলেজে গণধর্ষণে জড়িতদের গ্রেফতার দাবি গণফোরামের

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

 

শনিবার ওই সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কীভাবে খোলা রাখা হলো এবং সিলেট এমসি কলেজের মত একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠানে কীভারে ধর্ষণের মত ঘটনা ঘটলো। গণফোরাম সিলেটের গণধর্ষণের ঘটনাসহ দেশব্যাপী সব নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে।

গতাল শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী ধর্ষণ করেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ওই দম্পতিকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। পরে ধর্ষণের শিকার তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমার নবদম্পতি শুক্রবার বিকালে প্রাইভেটকারে করে এমসি কলেজে বেড়াতে যান। বিকালে এমসি কলেজের ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করেন।

পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই ছাত্রাবাসে থাকেন।

গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার স্বামী। শনিবার সকালে ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করে নগরের শাহপরান থানায় এ মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), মাহফুজুর রহমান মাসুম (২৫), সাইফুর রহমান (২৮), রবিউল ইসলাম (২৫), অর্জুন লস্কর (২৫) ও তারেকুল ইসলাম তারেক (২৮) ।

এদের মধ্যে অর্জুন ও তারেক (২৮) বহিরাগত ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

আসামিদের মধ্যে সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রবিউলের দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, অর্জুনের জকিগঞ্জে, রনির হবিগঞ্জে এবং তারেকের বাড়ি সুনামগঞ্জে।

এই বিভাগের আরও খবর

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল করেছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার

বিএনপির সঙ্গে বসে আলোচনা করে দেখতে চাই: আমু

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

দুর্গাপুরে গভীর রাতে পানবরজে আগুন দুইটি বরজের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  মোবারক হেসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে গভীররাতে পান বরজে আগুন লেগে দুইটি পান বরজ ভূস্মিভূত। প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি।

‘যারা ভোটের নামে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা বিষধর সাপ’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভোটের খেলা শুরু হবে। সেই খেলায় আবার না জানি

বিএনপি নেতাদের সাজাকে ‘ফরমায়েশি রায়’ বলা আদালত অবমাননার শামিল: কাদের

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন উচ্চ আদালতে বিএনপির দুই নেতার সাজা বহাল রাখার রায় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির এই মামলার সঙ্গে প্রধানমন্ত্রী

%d bloggers like this: