শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এবার গাভাস্কার-আনুশকা বিতর্কে যা বললেন কঙ্গনা

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

আনুশকা শর্মা-সুনীল গাভাস্কারের বাগযুদ্ধে উত্তপ্ত ভারতের ক্রিকেট মহল। সেই আগুনেই এবার ঘি ঢাললেন কঙ্গনা রানাউত। প্রকাশ্যেই সমালোচনা করলেন গাভাস্কারের। পাশাপাশিই, আনুশকার দিকেও ছুড়লেন সুতীব্র টুইটবাণ। আনুশকাকে দাগিয়ে দিলেন ‘জায়গা বিশেষে নারীবাদী’ বলে।

প্রাথমিকভাবে গাভাস্কারের পাশে দাঁড়িয়ে কঙ্গনা লিখেছেন, বিকৃত যৌনক্ষুধাসম্পন্ন মানুষেরাই সুনীলের ধারাভাষ্যে যৌনতার গন্ধ খুঁজে পাবে।

যদিও পরমুহূর্তেই স্বামী বিরাট কোহলির ব্যর্থতার কারণে আনুশকার নামোল্লেখ করায় গাভাস্কারের সমালোচনা করে কঙ্গনা লেখেন, প্রকাশ্যে এভাবে একজন মহিলা সম্পর্কে মন্তব্য করা তাঁর মোটেই উচিত হয়নি।

 

আনুশকার সমর্থনে কঙ্গনা লেখেন, ওর পরের ছবিতে ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের (ঝুলন গোস্বামী) চরিত্রে অভিনয় করছে। সে জন্যই হয়তো ও স্বামীর সঙ্গে প্র্যাকটিস করছিল।

আবার পরের টুইটেই আনুশকাকে একহাত নিয়ে কঙ্গনা লেখেন, আমায় যখন গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু আনুশকা চুপ ছিল। এখন সেই ‘মিসোজিনি’ ওকে কামড়াতে আসছে। গাভাস্কার যা বলেছেন তা অনুচিত। তবে আনুশকার এই ক্ষেত্রবিশেষে নারীবাদী হয়ে ওঠার প্রবণতা একেবারেই ঠিক নয়।

প্রসঙ্গত, কিছু দিন আগে মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ আখ্যা দেওয়ায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে নিয়ে একটি কুৎসিত মন্তব্য করেন। তার প্রতিবাদে বলিউডের হাতেগোনা কয়েকজন ছাড়া কেউ মুখ খোলেননি। নীরব ছিলেন আনুশকাও। আনুশকা-গাভাস্কার বিতণ্ডায় সেই প্রসঙ্গই টেনে এনেছেন কঙ্গনা।

গত বৃহস্পতিবার আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বিরাটের পারফরম্যান্স সম্পর্কে আনুশকাকে জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করেন গাভাস্কার। তিনি বলেন, এই লকডাউনে বিরাট শুধু আনুশকার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি। ওতে কিছু হওয়ার নয়।

প্রসঙ্গত, লকডাউনের সময় বিরাট-আনুশকার বাড়ির লনে ক্রিকেট খেলার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, বিরাটের দিকে বল ছুড়ে দিচ্ছেন আনুশকা। খেলার মাঝে দু’জনে খুনসুটিও করছেন।

এর পরেই নেটদুনিয়া জুড়ে গাভাস্কারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মুখ খোলেন আনুশকাও। ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘মিস্টার গাভাস্কার আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রী-কে দায়ী করার মতো চিন্তা আপনার মাথায় কী করে এল? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।

গাভাস্কার পাল্টা বলেন, ইচ্ছাকৃতভাবে তার মন্তব্যের উল্টো মানে করা হচ্ছে। এর পরেই আসরে নেমেছেন কঙ্গনা। যদিও তার মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি আনুশকা বা গাভাস্কার।

এই বিভাগের আরও খবর

কন্যাকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর

জয়ার জয়, পারলেন না ফারিয়া

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন গেলো ২৩ মার্চ শুরু হয়েছিলো ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ১৪তম আসর। বৃহস্পতিবার (৩০ মার্চ) পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে ভারতের কর্ণাটক

বলিউড বনাম সাউথ: প্রথম দিনে অজয়ের চেয়ে এগিয়ে নানি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন বলিউডের একচেটিয়া রাজত্বে ভাটা পড়েছে বহু দিন। তবে মাঝে মাঝে কিছু ছবি মুম্বাই ইন্ডাস্ট্রির অস্তিত্বের জানান দেয়। যেমন গেলো জানুয়ারিতে মুক্তি পাওয়া

ঈদে শিবলী-নিপা ও দেড় শতাধিক শিল্পীর ত্রিমাত্রিক নৃত্য

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন ‌‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। সাথে থাকে বর্ণিল আয়োজন। যা শুধুমাত্র নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেতকে দিয়েই সম্ভব।  প্রতি ঈদেই এই নির্মাণ স্রষ্টা

ফেরদৌস-পূর্ণিমার জন্য গাইলেন নোলক বাবু

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দেশের গুণী নির্মাতা ছটকু আহমেদ। ফেরদৌস-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা ‘আহারে জীবন’। আর সেই ছবির শিরোনাম গান গাইলেন নোলক বাবু। চলচ্চিত্র

বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। চার তরুণীর এই ব্যান্ড অল্প সময়েই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র পরই এখন