অনলাইন ডেস্ক:
জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টিতে কাজী নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে জাতীয় দলের দায়ি ছিলত্ব মোসাদ্দেক হোসেনের কাঁধে। তবে অধিনায়কত্বের অভিষেক ভালো হয়নি তার। দল হেরেছে ১০ রানে। হাতছাড়া করেছে টি-টোয়েন্টি সিরিজ।
অথচ ম্যাচের একটা সময়ে নাটাই বাংলাদেশের হাতে ছিল। হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে জিম্বাবুয়ের রান ছিল মাত্র ৭৬। এরপর এক ওভারেই খেলা তছনছ। নাসুমের করা ১৫তম ওভার থেকে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রায়ান বার্ল তোলেন ৩৪ রান।
৫ ছক্কার সঙ্গে ১টি চার হাঁকান তিনি।
অধিনায়কের মতে, ওই একটা ওভারেই খেলা বদলে গেছে। যদিও পরের তিন ওভারেও বেহিসেবী রান দিয়েছেন বোলাররা। ১৫-১৮ ওভারে মোট ৭০ রান তুলে জিম্বাবুয়ে বাংলাদেশের নাগাল থেকে ম্যাচটা ছিনিয়ে নেয়।