রাজশাহী নিউজ টুডে:
উৎসবমুখর পরিবেশে অনলাইন সংবাদ মাধ্যম বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র ও বাংলার জনপদের প্রধান উপদেষ্টা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে বাংলার জনপদ। সেকারণে মাত্র দুই বছরের মধ্যেই বাংলার জনপদ সর্বমহলের পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলার জনপদে একঝাঁক তরুণ সংবাদকর্মী সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকদের সামনে তুলে ধরতে কাজ করছে। আমি বিশ^াস করি বাংলার জনপদ গণমানুষের কথা বলার মাধ্যম হয়ে নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।
এদিকে সফলতার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সকাল থেকে বাংলার জনপদ কার্যালয়ে শুভানুধ্যায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মীরা আসতে থাকেন। আগত অতিথিরা ও শুভাকাঙ্খীরা বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও সম্পাদক ড. সাদিকুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে সামাজিক দূরত্ব মেনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাংলার জনপদের উপশহরস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার জনপদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, সম্পাদক ড. সাদিকুর রহমান, রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন, বাংলার জনপদের বার্তা সম্পাদক হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, ম্যানেজার রফিকুল ইসলাম বিপুসহ জনপদ পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।