সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শশুর শহিদুল ইসলামের বিরুদ্ধে। গত শনিবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া উত্তরপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শশুর ড্রাইভার শহিদুল ইসলাম উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামে মৃত তারা সরকারের ছেলে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা না নেওয়া সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইবুনাল-১ বাদী হয়ে পুত্রবধূ রোকসানা খাতুন সোমবার ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, কয়েকমাস আগে উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলাম ড্রাইভারের ছেলে মোঃ শাকিব (২৮) এর সাথে একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রোকসানা খাতুন (২২) এর পারিবারিক ভাবে বিয়ে হয়। শহিদুল ড্রাইভার এর ছেলে শাকিব মাদকাসক্ত হওয়ায়, বেশির ভাগ সময়ই বাড়িতে থাকে না। কয়েকদিন পূর্বে শাকিব জীবিকার উদ্দেশ্য নারায়ণগঞ্জ চলে যায়।
গত শনিবার বাড়িতে কেউ না থাকায় শহিদ ড্রাইভার শাকিবের স্ত্রী রোকসানাকে ধর্ষণের চেষ্টা করে। এমন ঘটনা নিয়ে উপজেলা বোয়ালিয়া এলাকায় ছাড়াও বিভিন্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বড়হর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু বলেন, ঘটনাটি আমি শুনেছি, এটি একটি স্পর্শকাতর ঘটনা, দোষীকে অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচারেরর দাবিও জানান তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আমি ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ছুটিতে ছিলাম।
এমন অভিযোগ নিয়ে কেউ থানায় এসেছিল কিনা আমার জানা নেই।