অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা যখন করোনাভাইরাসে মানুষের পাশে দাঁড়িয়ে জীবন দিয়েছে, তখন বিরোধীদল কেবলই কথা বলেছে। মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি।
শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, করোনাভাইরাস মোকাবেলার সময় তারা মাঠে নেমে তা প্রমাণ করেছে।’
তিনি দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘সাংগঠনিক শক্তিটাই হলো বড় শক্তি।’
স্বাস্থ্যবিধি মেনে কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
দিক নির্দেশনামূলক বক্তৃতায় তিনি করোনাকালে মানুষের পাশে থাকায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এছাড়াও করোনা মোকাবেলায় তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ দেন।
সে সময় করোনার কারণে বন্ধ থাকা সংগঠনের কমিটিগুলোর কাজগুলো শেষ করার তাগিদ দেন আওয়ামী লীগ প্রধান।