শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
রাসিকের ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খায়রুজ্জামান লিটনের গণসংযোগ হযরত শাহ মখদুম এর মাজার জিয়ারত করলেন লিটন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে লিটনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন মেয়র প্রার্থী লিটন রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই: লিটন এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহীর চারঘাটে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা বাঘায় শো-রুমে ৩৫-৪০ লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনায় পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

আড়ানীর পৌর ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন করেছেন মেয়র মুক্তার

নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের সময় কথা ছিলো উন্নয়নের। সেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়েছে দীর্ঘ পরিশ্রমে। উন্নত হয়েছে পৌর এলাকা। এমনসব কথা রাজশাহীির বাঘা উপজেলার আড়ানী পৌরবাসীর মুখে।
পৌরবাসীরা বলছে, পৌর মেয়র মুক্তার আলী নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে ছিলেন উন্নয়নের। তার ধারাবাহিকতায় পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। হয়েছে রাস্তা-ঘাটের উন্নয়ন। পৌর এলাকায় লেগেছে ডিজিটালাইজেশনের ছোঁয়া।
পৌর এলাকার নয়ন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, মেয়র মুক্তার মানুষটির মন পরিষ্কার। যারা সৎ পথে চলেন সত্যি কথা বলেন তারা সবকিছু কথার মূল্যায়ন থাকে।  এমন সৎ মানুষ আবারও আড়ানী পৌরসভায় দরকার। মুক্তার মেয়র হওয়ার পরে একটা কথা বলেছিলেন আমার পৌরভবন হবে ডিজিটাল। যেখানে থাকবে কম্পিউটার ব্যবস্থা, যেন কোন মানুষ সেবা নিতে এসে বিরক্ত না হয়। ঠিক তাই হয়েছে। উন্নত হয়েছে পৌরভবন।
জানা গেছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে  বিপুল ভোটে  মেয়র নির্বাচিত হন মুক্তার আলী। মেয়র মুক্তার আলী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক। এর আগে তিনি কয়েকবার আড়ানী পৌর কাউন্সিলর ও ১বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
মেয়র মুক্তিার মেয়র হওয়ার পরে ডিজিটালাইজেশন হয়েছে পৌরভবন। এখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয়। পৌরভবনের প্রতিটি দপ্তরে ইন্টারনেট ব্যবস্থা করা হয়েছে। দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বদলে যাচ্ছে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা।
এছাড়া এলাকার মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিজ অর্থায়নে কম্পিউটার প্রদান করেছেন। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আড়ানী থেকে ১২ কিলোমিটারের দূরত্ব হওয়ায় আড়ানী পৌরসভাতে মা ও শিশুদের সু-চিকিৎসার জন্য ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়েছে।  বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মাননীয় সাংসদ আলহাজ্ব শাহরিয়ার আলমের একক প্রচেষ্টায় ও মেয়র মুক্তারের সহায়তায় নির্মীত হয়েছে।
আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো এলাকার উন্নয়ন করা। তা করেছি। এলাকাবাসির সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এই এলাকাবাসীকে নিয়ে করোনাকালীন সময়ে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আগামিতে এই পৌরবাসী আমাকে নির্বাচিত করলে সাধারণ মানুষদের নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে আরও কাজ বাকি আছে। সেই কাজগুলো সম্পন্ন করতে চাই। তাই পৌরবাসীর সহায়তা কামনা করছি।

এই বিভাগের আরও খবর

রাসিকের ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খায়রুজ্জামান লিটনের গণসংযোগ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনরাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণসংযোগ করেছেন। শুক্রবার

হযরত শাহ মখদুম এর মাজার জিয়ারত করলেন লিটন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনহযরত শাহ মখদুম (রহঃ) এর মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র

রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনদেশে তীব্র দাবদাহে নাকাল মানুষ। মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ কম বৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেও কম বৃষ্টি হতে পারে। এ তথ্য

রাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনরাজশাহীতে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের আয়োজনে রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স এই

বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে লিটনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাসিক মেয়র ও আসন্ন ২১

অনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন মেয়র প্রার্থী লিটন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনআসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিভাবে নৌকা প্রতীক সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

%d bloggers like this: